এখন আর মিডিয়াফায়ার এ ফাইল আপলোড করে শেয়ার করতে হবে না!!!!! নিজের পিসি থেকেই ফাইল শেয়ার করুন!!!!!

26/12/2011 21:33

হয়তো অনেকই এটা জানেন। যারা যানে না তাদের জন্য।

আমরা অনেকেই ফাইল শেয়ার করার জন্য  মিডিয়াফায়ার বা অন্যান্য শেয়ারিং সাইত ব্যাবহার করে থাকি। আমি আজ আপনাদের এমন একটা সফটওয়্যার এর খবর দিব যেটা দিয়ে আপনি নিজের পিসি থেকেই সবার সাথে ফাইল শেয়ার করতে পারবেন। সফটওয়্যার তা চালু করলেই আপনি নিজেই বুজতে পারবেন।

প্রথমে এই লিঙ্ক থেকে সাইন আপ করুন। সাইন আপের পর সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড শুরু হবে।

Download হলে, সফটওয়্যার টি ইন্সটল করে নিন।

এরপর I alredy have a dropbox account এ ক্লিক করুন।

ব্যাস কাজ হয়ে গেলো। এখন আপনার dropbox এর publick  ফোল্ডার এ যে ফাইল শেয়ার করতে চান তা আনে পেস্ট করে দিন।

আর লিঙ্ক টি কার সাথে শেয়ার করতে যে ফাইল টি শেয়ার করবেন তার উপর রাইট বাটন ক্লিক করে dropbox থেকে copy publick link তা পেস্ট করে দিন।

এটা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক, ক্লিক করলেই download. তার জন্য আপনার পিসি অন অথবা অফ থাকলেও কোন সমস্যা হবে না।

 

বিঃদ্রঃ এই টিউনটি পূবে এখানে প্রকাশিত হয়েছে।

পোস্টটি করেছেন Sumon Gang (এখন আর মিডিয়াফায়ার এ ফাইল আপলোড করে শেয়ার করতে হবে না! নিজের পিসি থেকেই ফাইল শেয়ার করুন!) টিউনটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

No comments found.

New comment