গেম পাগলদের জন্য নিয়ে এলাম গেমের মেলা! একের ভেতর 34!

25/12/2011 03:58

গেমস খেলতে কারনা ভালো লাগে। তাই সকল গেমস পাগলদের জন্য আজ আমি নিয়ে এলাম ৩৪টি গেমস। সাইজ একদম কম মাত্র ৭৪ মেগাবাইট। আর শুধু মাত্র একটির ভেতর এই ৩৪টি গেমস পাবেন। আমরা ছোটবেলায় অনেকেই গেমস খেলেছি পারার দোকানে গিয়ে। সেই সময়ের দিনগুলো আজও মনে পরে। কতইনা বকা খেয়েছি এই জন্য। আর সেই বকা গুলো ছিলো খুব মিষ্টি তাইনা। যাক সেই কথা, এখন কাজের কথায় আসি। আজ আমি যে গেমস গুলো নিয়ে এলাম তা অত্যন্ত জনপ্রিয় কিছু গেমস।

নিন্মে এগুলোর ছবি দেওয়া হলো-

1

2

3

4

5

6

7

8

সময় সল্পতার কারণে সবগুলো গেমসের ছবি দিতে পারলাম না।

যেভাবে আপনি গেমস প্লে করবেন তার বিবরণ নিচে দিওয়া হলো-

1.     প্রথমে আপনি 74 মেগাবাইট এর ফাইলটি নিচের লিংক থেকে ডাউনলোড করুণ।

2.     তারপর জিপ ফাইলটি আনজিপ করুণ

3.     তারপর তিড় চিহ্ন যুক্ত ফাইলটিতে ডাবল ক্লিক করুণ। দেখবেন আপনার ডেস্কটপ কালো হয়ে গেছে

4.     তারপর কলো যায়গায় কার্সর দেখাযাবে না। তখন মাউস অনুমানে উপর ভিত্তি করে বাম দিকের একদম উপড়ে নিয়ে মাউসের বামপাশের বাটন চাপুন।

5.     তারপর লোড এ ক্লিক করুণ দেখবেন নিচের মত গেমস এর চার্ট এসেছে

6.     তারপর যে গেমসটি খেলবেন সেই গেমসটি সিলেক্ট করে লোড বাটন প্রেস করুণ এবং খেলো আপনার প্রিয় গেমসটি।

7.     যদি স্ক্রিণ ছোট আসে তাহলে মাউস উপরে নিয়ে ভিডিওতে ক্লিক করে Stretch করুণ তাহলে ফুল স্ক্রিণ আসবে।

বিঃদ্রঃ যাদের পিসিতে গেমগুলো লোড অপশনে না পাওয়া যাবে তাদের একটু কষ্ট করে এই পদ্বতিটি অবলম্বন করতে হবে। পদ্বতিটি হলো-

প্রথমে ফাইল টি আনজিপ করুন । তারপর CALLUS95.EXE ওপেন করুন ।Esc বাটন চাপুন । Game>Directoris এ ক্লিক করে Rom এ আনজিপ করা ফাইল টি দেখিয়ে দিন । এবার Load এ ক্লিক করুন আর দেখুন কাজ হয়ে গেছে।

টিউনটি ভালো লাগলে আশাকরি মন্তব্য করবেন
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ

পোস্টটি করেছেন Sumon Gang (গেম পাগলদের জন্য নিয়ে এলাম গেমের মেলা! একের ভেতর 34!) টিউনটি ভালো লাগলে কোন প্রকার লগইন ছাড়াই মন্তব্য প্রদান করুণ। কোন প্রকার অনৈতিক মন্তব্য প্রদান না করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা যাচ্ছে।

.

Bappy | 03/01/2012

game golo onek vhalo laglo.....thanks

Re: .

Sumon Gang | 03/01/2012

Comments korar jonno onek thanks.

New comment